LATEST UPDATE

২৪ আগস্ট খুমলুঙে আইএনপিটির কেন্দ্রীয় জমায়েত
আগরতলা ২২ আগস্ট (এ.এন.ই): আগামী ২৪ আগস্ট খুমলুঙে কেন্দ্রীয় সমাবেশের ডাক দিয়েছে আইএনপিটি। দলীয় সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, সমাবেশে উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যের জনজাতি নেতৃত্বরা উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, এদিন সমাবেশে মিজোরামের কোনও বিধায়ক কিংবা মন্ত্রী এবং আসাম থেকেও একাধিক রাজনৈতিক নেতা আইএনপিটির ডাকা খুমলুঙ সমাবেশে বক্তব্য রাখবেন। অনেকের মতে পাহাড়ে নিজেদের শক্তি বৃদ্ধি করার লক্ষ্যেই এই সমাবেশের ডাক দিয়েছে আইএনপিটি। এদিকে আইএনপিটির সাধারণ সম্পাদক জানিয়েছে, সমাবেশের আগে দল দিল্লি যাবে স্বরাষ্ট্র দপ্তরের যুগ্মসচি সত্যেন্দ্র গর্গের সাথে দেখা করে ডেপুটেশনে মিলিত হবে। 

আরো পড়ুন

Advertisement