LATEST UPDATE

সমাবেশে যোগ দিতে গিয়ে আইপিএফটির গাড়ি দূর্ঘটনাগ্রস্থ, আহত ১৫
আগরতলা ২৩ আগস্ট (এ.এন.ই): আইপিএফটির প্রতিষ্ঠা দিবসের জনসমাবেশে যোগ দিতে গিয়ে যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় বেশ কয়েক জন আইপিএফটিকর কর্মী সমর্থক। জানা গেছে, আহতদের মধ্যে ২ থেকে ৩জন অবস্থা গুরুতর। জানা গেছে, প্রতিবছরের আজকের দিনে আইপিএফটি তিপ্রাল্যান্ড দিবস পালন করে থাকে। আর 
সেলক্ষ্যে অন্যান্য বছরের ন্যায় এবছর ২৩ আগস্ট খুমুলুঙ'এ এক বিশাল জনসমাবেশের আয়োজন করে থাকে। জনসমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন 'জায়গা থেকে গাড়ি করে আইপিএফটির কর্মীসমর্থকেরা আসছিল। ঠিক সেভাবে  কল্যাণপুর তোতাবাড়ি থেকে আইপিএফটি কর্মী সমর্থকদের এটি গাড়ি খুমুলুঙ'এর সমাবেশমুখী উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। কিন্ত মাঝ পথেই আইপিএফটির গাড়ি দূর্ঘটনাগ্রস্থ হয়। এরপর গাড়িতে থাকা আইপিএফটির ১৫ জন কর্মী সমর্থক আহত হয়। জানা গেছে, আহতদের মধ্যে ২ থেকে ৩ জন কর্মী সমর্থক গুরুতর আহত হয়। 

আরো পড়ুন

Advertisement