LATEST UPDATE

আইপিএফটির গাড়ি দুর্ঘটনায় আহতদের মধ্যে ২ জনের মৃত্যু
আগরতলা ২৪ আগস্ট (এ.এন.ই): আইপিএফটির প্রতিষ্ঠা দিবসের জনসমাবেশে যোগ দিতে গিয়ে যান দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে দুইজন কর্মীর মৃত্যু হয়। মৃতদের নাম হল, সুখরঞ্জন দেববর্মা ও তপন দেববর্মা। জানা গেছে, শুক্রবার কল্যাণপুর তোতাবাড়িতে আইপিএফটির গাড়ি দুর্ঘটনায় আহতদের মধ্যে এই ২ জনের মৃত্যু হয়েছে জিবি হাসপাতালে। আরও ১০ জনের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। উল্লেখ্য, আইপিএফটির প্রতিষ্ঠা দিবসের জনসমাবেশে যোগ দিতে ২৩ আগস্ট খুমুলুঙ'এ আসছিল কল্যাণপুর তোতাবাড়ি থেকে আইপিএফটি কর্মী সমর্থকরা। কিন্ত মাঝ পথেই গাড়িটি দূর্ঘটনাগ্রস্থ হয়। এরপর গাড়িতে থাকা আইপিএফটির ১৫ জন কর্মী সমর্থক গুরুতর আহত হয়।

আরো পড়ুন

Advertisement