আসন্ন দুর্গোৎসবের দিন গুলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ নিগমের বিশেষ উদ্যোগ
আগরতলা ৩০ আগস্ট (এ.এন.ই): বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর আসন্ন দুর্গোৎসবের দিন গুলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিগমের পক্ষ থেকে জানানো পুজোর দিন গুলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য ৫ আগস্ট থেকে শুরু হয়েছে মেরামতির কাজ যা চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। জানা গেছে, পুজোর সময় যাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক থাকে সে লক্ষ্যে প্রতিদিন কোথাও না কোথাও পরিবাহী তারের মেরামত করছে বিদ্যুৎ কর্মীরা। দপ্তর সূত্রে জানা গেছে, পূজা চলাকালীন সময়ে রাজ্যে বিদ্যুতের চাহিদা হতে পারে ৩২০ মেগাওয়াট। নিগম থেকে জানা গেছে, পুজোর দিন গুলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য ১১ সদস্যক একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মূলত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য কাজ করবে।