LATEST UPDATE

বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু ২ u

আগরতলা ৩০ আগস্ট (এ.এন.ই): রাজ্যের দুটি পৃথক পৃথক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দুই ব্যাক্তির। জানা গেছে, শুক্রবার সকালে জোলাই বাড়ির কাকুললিয়া লোকনাথ পাড়া এলাকায় নিজ বাড়িতেই বিদ্যুতের ছুবলে মৃত্যু হয় দুলাল নম:(৩০) নামে এক যুবকের। জানা গেছে, নিজ বাড়িতেই কাজ করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। শহরের ইন্দ্রনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান স্বপন সাহা (৫০)। জানা গেছে, মৃত ব্যক্তি স্বপন সাহা জিবি বাজারের ব্যবসায়ী ছিলেন। পাড়া প্রতিবেশীরা জানান বাড়িতে কাজ করার সময়ে এই ঘটনাটি ঘটে।

আরো পড়ুন

Advertisement