LATEST UPDATE

বিলোনিয়া বীভৎস যান দুর্ঘটনায় নিহত ১

আগরতলা ৩ সেপ্টেম্বর (এ.এন.ই): বিলোনিয়া নেতাজীপল্লী এলাকায় বীভৎস যান দুর্ঘটনায় নিহত হয় এক  বাইক চালক। জানা গেছে, বাসের ফ্রন্ট এক্সেলে আটকে যায় বাইক চালক আবুল মিয়া। কিন্তু তার মৃতদেহ উদ্ধার করতে লাগে এক ঘণ্টা। প্রশ্নের মুখে পরে বিপর্যয় মোকাবেলা। সাতমুড়ায় অপর দুর্ঘটনায় গুরুতর আহত দিগ্বিজয় দে (২৫)।    

আরো পড়ুন

Advertisement