LATEST UPDATE

বিশালগড়ে যান দুর্ঘটনায় অষ্টম শ্রেণীর ছাত্রের মৃত্যু

আগরতলা ৫ সেপ্টেম্বর (এ.এন.ই): মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত্যু হল ৮ম শ্রেণীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম হল বাপন মিঞা। দুর্ঘটনায় অপর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। জানা গেছে, ঐ ছাত্রটি গুরুতর আহত অবস্থায় বিশালগড় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে বিশালগড় হাসপাতালে ছাত্রটির চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটে ঘটনা বিশালগড় থানাধীন ধব্জনগর বাইদ্যাদীঘি স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার সময়ে এই দুর্ঘটনাটি ঘটে। বিশালগড় থানাধীন ধব্জনগর এলাকায় বাইদ্যাদীঘি স্কুল সংলগ্ন এলাকা আসাতেই বাপন এবং তার বন্ধুকে দ্রুতগামী টিআর০৭১৬৫৬ বোলেরো গাড়ি তাদেরকে ধাক্কা মারে। এরফলে সঙ্গে সঙ্গে মাটিতে পরে বাপন এবং তার বন্ধু। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাপনকে মৃত বলে ঘোষণা দেয়। অপর বন্ধুটি গুরুতর আহত অবস্থায় বিশালগড় হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে। জানা গেছে, এই ঘটনায় চালক টিআর০৭১৬৫৬ বোলেরো গাড়ি রেখে পালিয়ে যায়। অপরদিকে এই দুর্ঘটনায় ফলে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করেছে। জানা গেছে, ঘটনাস্থলে পুলিশ।    

আরো পড়ুন

Advertisement