LATEST UPDATE

মুহুরিপুরে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয় ১০দিন ব্যাপী কর্মশালা

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ৮ সেপ্টেম্বর (এ.এন.ই): ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্তি হলো নতুনআলো সামাজিক সংস্থা কর্তৃক আয়োজিত ১০দিন ব্যাপী কর্মশালার। দক্ষিণ ত্রিপুরার মুহুরীপুর এলাকায় ২৬ জুন ২০১৮ সালে জনসেবা করার উদ্দেশ্যকে পাথেয় করে গঠন হয়েছিলো নতুন আলো সামাজিক সংস্থা। এই সংস্থা গঠনের পর থেকেই নানান সামাজিক কাজ করে চলেছে বলে জানা গেছে। এর মধ্যে গতমাসের ২৭ তারিখ মুহুরিপুর পঞ্চায়েত, মুহুরিপুর আর এফ পঞ্চায়েত, রতনপুর এডিসি ভিলেজ, শিবপুর এডিসি ভিলেজ, গাবুরছড়া এডিসি ভিলেজ ও দক্ষিণ সোনাইছড়ি এডিসি ভিলেজের ৭০জন বেনিফিসাড়িকে নিয়ে ফিসারী ফারমিং ট্রেনিং এর উপর ১০ দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ রতনপুর এডিসি ভিলেজের কমিউনিটি হল ঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। নতুন আলো সামাজিক সংস্থা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, ঋষ্যমুখ আরডিব্লকের বিডিও সুব্রত দাস, বিশ্রামগঞ্জ গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার প্রসেনজিৎ চক্রবর্তী ও অন্যান্য অতিথিবৃন্দ। 'অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা নতুনআলো সামাজিক সংস্থা কর্তৃক আয়োজিত এই ধরনের অনুষ্ঠানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও এই প্রশিক্ষণকে কার্যকর করার জন্য সকলকে বিশেষ আহ্বান জানান। বক্তব্যশেষে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাত দিয়ে বেনিফিসারিদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় বলে জানা গেছে।  

আরো পড়ুন

Advertisement