LATEST UPDATE

লালবাহাদুর ব্যায়ামাগার ও এগিয়ে চলো ক্লাবের ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ টিএফএ'তে

আগরতলা ১৬ সেপ্টেম্বর (এ.এন.ই): লালবাহাদুর ব্যায়ামাগার ও এগিয়ে চলো ক্লাবের ম্যাচ নিয়ে রণক্ষেত্রের রূপ নেয় উমাকান্ত ময়দান। জানা গেছে, রবিবার বিকেলে এক গুরুত্বপূর্ণ ম্যাচে লালবাহাদুর ব্যায়ামাগার ও এগিয়ে চলো ক্লাব মুখোমুখি হয়। ইঞ্জুরি টাইমের অতিরিক্ত ম্যাচ খেলানো নিয়ে রেফারিদের বিরুদ্ধে ক্ষোভ জানায় লালবাহাদুর ক্লাবের সমর্থক এবং ক্লাবের কর্মকর্তা। জানা গেছে, রেফারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবীতে লালবাহাদুর ক্লাবের পক্ষ থেকে অভিযোগ জমা পড়ে টিএফএ'তে। এদিকে লালবাহাদুর সমর্থকদের অভিযোগ সমস্ত কিছুর মূলে অবশ্যই রেফারি বিশ্বজিৎ দাসের সময়ের অতিরিক্ত দেড় মিনিট বেশি ম্যাচ খেলানো হয়।   

আরো পড়ুন

Advertisement