LATEST UPDATE

হাওড়া নদী থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার

আগরতলা ১৯ সেপ্টেম্বর (এ.এন.ই): বুধবার সাত সকালে হাওড়া নদী থেকে উদ্ধার হয় এক সদ্যজাত শিশুর মৃতদেহ। সদ্যজাত এই শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রাজনগর স্কুল সংলগ্ন  এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার সকালে রাজনগর স্কুল সংলগ্ন হাওড়া নদীতে এক সদ্যজাত শিশুর মৃতদেহ জলে ভাসতে দেখতে পায় স্থানীয় লোকজন। তারা সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহটিকে উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে সে বিষয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আরো পড়ুন

Advertisement