LATEST UPDATE

আজ মহালয়া

আগরতলা ২৮ সেপ্টেম্বর (এ.এন.ই): আজ মহালয়া। দেবী পক্ষের সূচনা। উল্লেখ্য পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণেই মহালয়া হয়। জানা গেছে, শনিবার ভোর থেকেই পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা এবং জল দিতে ভিড় লক্ষ্য করা গেছে লক্ষ্মী নারায়ণ বাড়িতে। তাছাড়া কলেজ টিলা লেইকেও অনেকেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দেন। তাছাড়া শনিবার ভোর থেকেই রাজ্যের প্রতিটি ঘরে ঘরে মহিষাসুরমর্দিনী আখ্যায়েনের সুর শোনা যায়। এদিন ভোর হতেই সকলেই টিভির সামনে বসে পরে মহালয়া দেখতে। 

আরো পড়ুন

Advertisement