LATEST UPDATE

নদীর বালিরস্তর থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা মৃতদেহ

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ২৮ সেপ্টেম্বর (এ.এন.ই): দীর্ঘ ২৭ দিন পরে খোজ মিললো নদীর জলে তলিয়ে যাওয়া এক ব্যাক্তির মৃতদেহ। মৃত ব্যাক্তির নাম দিব্যজয় ত্রিপুরা। জানা গেছে, দক্ষিন ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তগত কলসিরমুখ কালিমোহন পাড়ায়র বাসিন্দা দিব্যজয় ত্রিপুরা গত ১ তারিখ মুহুরি নদী পারা হবার সময় নদীর জলে তলিয়ে যায়। পরবর্তী সময় ডিজেস্টার ম্যানেজমেন্ট ও এন ডি আর এফ এর সদস্যরা খোজাখুজি করে কিন্তু নিখোজ ব্যাক্তিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। অবশেষে শুক্রবার নিখোজ ব্যক্তি দিব্যজয় ত্রিপুরাকে উদ্ধার করে করে। জানা গেছে, শুক্রবার নদীর বালিরস্তরে পচাগলা অবস্থায় মৃতদেহ দেখতে পায় কলসিমুখের এলাকাবাসিরা। খবর দেওয়া হয় প্রশাসনকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডি সি এম রুদ্র দ্বীপ নাথ ও বাইখোড়া থানার আরক্ষা দপ্তরের কর্মীরা। প্রশাসনের উপস্থিতে পরিবারের লোকজন মৃতদেহ সনাক্ত করেন। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ বলে জানা গেছে।  


আরো পড়ুন

Advertisement