LATEST UPDATE

১৭তম টি এস আর নবম ব্যাটেলিয়নের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ১ অক্টোবর (এ.এন.ই): যথাযথ মর্যাদার সহিত অনুষ্ঠিত হল টি এস আর নবম ব্যাটেলিয়নের ১৭তম প্রতিষ্ঠা দিবস। জানা গেছে, মঙ্গলবার দুপুরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এ কে শুক্লা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আই জি পি টি এস আর জি এস রাও, নবম বাহিনী টি এস আর এর কমান্ডেন্ট এস এন বিশ্বকর্মা, দক্ষিণ জেলার এস পি জাল সিং মিনা ও দক্ষিণ জেলার জেলা শাসক দেবপ্রীয় বর্ধন। জানা গেছে, নবম বাহিনী টি এস আর এর শহীদের স্মৃতিতে পুষ্প অর্পণ করা হয়। পরবর্তী সময় নবম বাহিনী টি এস আর এর পক্ষ থেকে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এ কে শুক্লাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার টি এস আর বাহিনীর গুরুত্ব ও নবম বাহিনীর বিভিন্ন কাজ সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেন। নবম বাহিনী টি এস আর এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার মেগা রক্তদান শিবির ও এলাকার ৬০টি দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। টি এস আর নবম বাহিনী ব্যাটেলিয়ন এর ১৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৫০ জন টি এস আর জওয়ান রক্তদানে এগিয়ে আসে বলা জানা গেছে। টি এস আর কর্তৃক আয়োজিত মঙ্গলবারের এই অনুষ্ঠানে টি এস আর এর পরিবারের সদস্যবৃন্দ ও এলাকার লোকজন ব্যাপক উৎসাহের সহিত অংশ গ্রহণ করেন বলে জানা গেছে। 

আরো পড়ুন

Advertisement