LATEST UPDATE

এইচ ডি এফ সি ব্যঙ্কে গুলি, আহত ১

আগরতলা ১ অক্টোবর (এ.এন.ই): শহরের প্রাণকেন্দ্রে ব্যাঙ্কে গুলি কান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় একজন ব্যক্তি আহত হয়। জানা গেছে, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাজধানীর নেতাজী চৌমুহনীস্থিত এইচ ডি এফ সি ব্যাঙ্কের এক নিরাপত্তা রক্ষীর রাইফেল থেকে আচমকা এক রাউন্ড গুলি নিক্ষিপ্ত হয়। অসাবধানতার ফলে ঐ নিরাপত্তা রক্ষীর বন্দক থেকে গুলি নিক্ষিপ্ত হয় বলে উপস্থিত গ্রাহকদের বক্তব্য। এদিকে আহত ব্যক্তির নাম অজয় কৃষ্ণ পাল। বাড়ি চন্দ্রপুর। ব্যাঙ্কে উপস্থিত গ্রাহকরা বলছেন অল্পের জন্য বড়সড় অঘটন থেকে রক্ষা পায় ব্যাঙ্কে উপস্থিত গ্রাহকরা এবং ব্যাঙ্ক কর্মীরা। জানা গেছে, বন্দুক থেকে নিক্ষিপ্ত গুলি টাইলসে লাগে এর ফলে ইটের গুঁড়োয় আহত হয় কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ। পুজোর ব্যস্ততম বাজারে আচমকা বন্দুকের গুলির আওয়াজে জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে বলে জানা গেছে। 

আরো পড়ুন

Advertisement