LATEST UPDATE

বিদ্যালয়ের শিক্ষকের বদলীর প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিক্ষোভ

আগরতলা ১৬ অক্টোবর (এ.এন.ই): স্কুল শিক্ষকের বদলির প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে এবং স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। তাদের দাবী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষককে বদলি করা যাবেনা। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবং অভিভাবকরা জানায় এমনিতেই বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা কম তার মধ্যে নতুন করে বদলি করলে বিদ্যালয়ের পড়াশোনার ব্যাঘাত ঘটবে। জানা গেছে, অমরপুর ঝড়ঝড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুজিত কুমার দাসের বদলির প্রতিবাদে বুধবার সকাল থেকে অমরপুর ঝড়ঝড়িয়া উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা। জানা গেছে, সকাল সাতটা তাদের এই বিক্ষোভ শুরু হয়েছে।  

আরো পড়ুন

Advertisement