LATEST UPDATE

মনুতে দোকান ভিটির টেন্ডার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট

আগরতলা ১৮ অক্টোবর (এ.এন.ই): দোকান ভিটির টেন্ডার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায় মনুর মনপাথর বাজারে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। জানা গেছে, আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার সকালে বীরচন্দ্র মনুর জোনাল অফিসে মনপাথর বাজারের দোকান ভিটির টেন্ডার নিয়ে দুই গোষ্ঠীর মারপিট শুরু হয়। যদিও প্রথম দিকে উভয় গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু একটা সময়ে পরিস্থিতি চরম আকার ধারণ করে। শুরু হয় উভয় গোষ্ঠীর সদস্যদের মধ্যে মারপিট। এই ঘটনায় আশ পাশের দোকান গুলি বন্ধ হয়ে যায়। ঘটনায় উভয় গোষ্ঠীর ৪ জন সদস্য আহত হয়। পরিস্থিতি বেগতিক দেখে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, পরিস্থিতি এখন স্বাভাবিক। 

আরো পড়ুন

Advertisement