LATEST UPDATE

৩৮ জোলাইবাড়ি মণ্ডল ভারতীয় জনতা জনজাতি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত র‍্যালি ও পথসভা

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ১৮ নভেম্বর (এ.এন.ই):৩৮ জোলাইবাড়ি মণ্ডল ভারতীয় জনতা জনজাতি মোর্চার উদ্যোগে রবিবার বিকেলে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি 

বাজারে এক জনজাগরণ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য রতন ঘোষ, বিজেপির জোলাইবাড়ি জনজাতি

মোর্চার প্রভারি সঞ্জয় মানিক ত্রিপুরা, বিজেপির দক্ষিণ জেলার সম্পাদক বিকাশ বৈদ্য, জোলাইবাড়ির মণ্ডল প্রেসিডেন্ট তমাল বৈদ্য, জোলাইবাড়ির পঞ্চায়েত সমিতির ভাইস

চেয়ারম্যান তথা প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্ট তাপস দত্ত ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। জানা গেছে, বিগত ২৫ বছরের বামফ্রন্ট সরকারের অপশাসনের বিরুদ্ধে এই র‍্যালি ও পথসভা 

অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা সকলের সামনে উপস্থাপন করেন।     

আরো পড়ুন

Advertisement