LATEST UPDATE

প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে প্রজ্ঞা ঠাকুরের জায়গা পাওয়ায় ঘটনায় উঠলো তুমুল বিতর্ক

দিল্লি ২১ নভেম্বর (এ.এন.ই): প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর জায়গা পাওয়ার ঘটনাকে ঘিরে  তুমুল বিতর্ক তৈরি হয়েছে। জানা গেছে, মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত 

প্রজ্ঞা ঠাকুরের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে ২১ সদস্যের কমিটিতে জায়গা হয়েছে। উল্লেখ্য, ২০০৮ মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেআইনি কার্যকলাপ 

প্রতিরোধ আইনে প্রজ্ঞা ঠাকুর অভিযুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন, এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

তবে বর্তমানে এই মুহূর্তে তিনি জামিনে রয়েছেন। 


আরো পড়ুন

Advertisement