LATEST UPDATE

২০০বেশি শিশুর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ এক শল্য চিকিৎসকের বিরুদ্ধে

২১ নভেম্বর (এ.এন.ই): ২০০বেশি শিশুর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠে এসেছে এক অবসরপ্রাপ্ত শল্য চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত শল্য চিকিৎসকের নাম 

জোয়েল লে স্কোয়ারনেক, বয়স ৬৮। জান গেছে, ২০১৭ সালে স্কোয়ারনেকের বিরুদ্ধে প্রথম প্রতিবেশী এক শিশুকে ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। শুরু 

হয় তদন্ত। জানা গেছে, তদন্তে উঠে এসেছে অভিযুক্ত শল্য চিকিৎসক জোয়েল লে স্কোয়ারন চার জন নাবালিকা নয়, ২০০ও বেশি শিশুর উপর যৌন নির্যাতন চালিয়েছেন। 

জানা গেছে, আগামী মার্চ মাস মাস থেকে অভিযুক্তের বিচার শুরু হতে চলেছে। জানা গিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে ২০ বছর পর্যন্ত জেল হতে পারে জোয়েল লে স্কোয়ারনেকের।

আরো পড়ুন

Advertisement