LATEST UPDATE

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় বৃহস্পতিবার ১২ ঘণ্টার বনধ

আগরতলা ৫ ডিসেম্বর (এ.এন.ই): নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় বৃহস্পতিবার ১২ ঘণ্টার বনধের ডাক দেয় আইএনপিটি। জানা গেছে, এই বনধকে কেন্দ্র করে

 বৃহস্পতিবার সকাল থেকেই আইএনপিটির কর্মীসর্মথকেরা বড়মুড়ায় সাধুপাড়ায় এলাকায় গণঅবস্থানে বসেছে। এই অবস্থানের নেতৃত্ব দিচ্ছেন আইএনপিটির নেতা জগদীশ 

দেববর্মা। জানা গেছে, এই বনধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে রেল চলাচল করেনি এবং জাতীয় সরকে অন্যান্য দিনের তুলনায় গাড়িও চলাচল  অনেকটা কম 

ছিল। এদিকে বৃহস্পতিবারে সকাল থেকেই আইএনপিটির কর্মী সর্মথকেরা রেলপথও চম্পকনগরের জাতীয় সড়ক অবরোধ করেছে। জানা গেছে, বনধকে কেন্দ্র করে 

কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে রাজ্যের এডিসি এলাকায় নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আইএনপিটির  ডাকা জাতীয় সড়ক ও 

রেলপথ অবরোধকে সমর্থন জানিয়েছে আইপিএফটি তিপ্রাহা গোষ্ঠী বলে জানা গেছে।     
আরো পড়ুন

Advertisement