LATEST UPDATE

সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত পোষনমেলা

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ৬ ডিসেম্বর (এ.এন.ই): সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার শান্তিরবাজার কমিউনিটি হল ঘরে অনুষ্ঠিত হয় 

মহকুমা ভিত্তিক পোষনমেলা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং। জানা গেছে, অনুষ্ঠানের শুরুর

পূর্বে অঙ্গনওয়ারী কর্মী ও আশা কর্মীদের নিয়ে এক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে কমিউনিটি হল ঘরে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। জানা গেছে, অনুষ্ঠানে 

অতিথিদের মধ্যে  শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং ছাড়াও উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা, বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান 

তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, শান্তিরবাজার পৌরপরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, বিজন চক্রবর্তী এবং উপঅধিকর্তা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষাদপ্তর 

ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা অঙ্গনওয়ারী কর্মীদের প্রতি বিশেষ আহ্বান করে জানান যাতে তারা তারা গ্রামের গর্ভবতী মহিলাদের

প্রতি আরও বেশি করে নজর দেন। যাতে করে সদ্যজাত শিশুরা পুস্টিজনিত কারণে রোগাক্রান্ত না হয়। অনুষ্ঠানে বক্তব্য শেষে উপস্থিত অতিথিবৃন্দরা সরকারি দপ্তরের 

ও এস এস গ্রুপের দেওয়া স্টল গুলি উদ্বোধন করেন।  


       

আরো পড়ুন

Advertisement