LATEST UPDATE

আমবাসায় কয়েকশ যুবকের বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা

আগরতলা ২৯ জানুয়ারি (এ.এন.ই): আমবাসায় হাদুকলক এলাকায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে কয়েকশ যুবকদের বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। জানা গেছে, মঙ্গলবার সকালে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিরোধী দলনেতা মানিক সরকার আমবাসার উদ্দেশ্যে রওয়ানা দেন। আমবাসায় হাদুকলক এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের গাড়ি পৌছতেই তাঁকে ঘিরে ফেলে কয়েকশ যুবক। তারা গো-ব্যাক মানিক বলে শ্লোগান দিতে থাকে। জানা গেছে, রোজভ্যালির টাকা ফেরতের দাবিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারকে ঘেরাও করা হয়। জানা গেছে, আমবাসায় দলীয় কর্মসূচিতে যাবার সময় প্রথমে হাদুকলকে কয়েকশ যুবক রাস্তা অবরোধ করে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়। তখন বিরোধী দলনেতা মানিক সরকার আমবাসায় সিপিআইএম পার্টি অফিসে যান। কিন্তু সেখানে গিয়ে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। সেখানে কয়েকশ যুবক বিরোধী দলনেতাকে ঘেরাও করে রাখে। জানা গেছে, আমানতকারীরা মানিক সরকারের কাছে রোজভ্যালির টাকা ফেরতের দাবি করে।   

আরো পড়ুন

Advertisement