LATEST UPDATE

পরীক্ষায় বসতে না দেওয়ায়  উদয়পুর কলেজের গেইটে তালা ঝুলালো ছাত্রছাত্রীরা

আগরতলা ৬ ডিসেম্বর (এ.এন.ই): প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসতে না দেওয়ায় কলেজে গেইটে তালা ঝুলিয়ে দিল উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের ডিসটেন্স কোর্সের ১৩ জন পরীক্ষার্থী।

ঘটনার বিবরণে, জানা গেছে উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের ডিসটেন্স কোর্সের ১৩ জন পরীক্ষার্থী কলেজের প্রথম সেমিস্টারের পরীক্ষার নির্ধারিত ফিস জমা দিয়েও 

তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলে ছাত্রছাত্রীরা অভিযোগ করে। ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায়। জানা গেছে, ঘটনার প্রতিবাদে 

কলেজের ছাত্রছাত্রীরা কলেজের গেইটে তালা ঝুলিয়ে দেয়। এদিকে ছাত্রছাত্রীরা কলেজের এলডিসির বিরুদ্ধে অভিযোগের তোলে। ডিসটেন্স কোর্সের সেই ১৩ জন পরীক্ষার্থী পক্ষ থেকে 

দাবি উঠে যথাযথ ব্যবস্থা গ্রহণের। অন্যথায় এই আন্দোলন চলতে থাকবে বলে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানা গেছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে 

পুলিশ রয়েছে। 

আরো পড়ুন

Advertisement