LATEST UPDATE

তেলিয়ামুড়া মোহরপাড়াস্থিত হলিক্রস স্কুলে পেরেন্টস ডে পালিত

তেলিয়ামুড়া (নিজেস্ব প্রতিনিধি) ৭ ডিসেম্বর (এ.এন.ই): শুক্রবার তেলিয়ামুড়া মোহরপাড়াস্থিত পট্রেডাম হলিক্রস উচ্চ বিদ্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয় পেরেন্টস ডে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ। এছাড়া অন্যান্য 'অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, মহকুমা শাসক

ভাস্কর ভট্টাচার্য, তেলিয়ামুড়া ব্লকের বিডিও, স্কুলের ফাদার সহ বিশিস্টজনেরা। বলা চলে মোহরপাড়াস্থিত হলিক্রস বিদ্যালয়টির যথেষ্ট সুনাম রয়েছে। গোটা অনুষ্ঠানটি 

ছিল বেশ জাঁকজমকপূর্ণ। 

আরো পড়ুন

Advertisement