LATEST UPDATE

তিপ্রাল্যান্ডের দাবিতে  সোমবার এডিসি বনধ

আগরতলা (নিজেস্ব প্রতিনিধি)  ৭ ডিসেম্বর (এ.এন.ই):  তিপ্রাল্যান্ডের দাবিতে ৯ ডিসেম্বর ১২ ঘণ্টার এডিসি বনধ ডাক দিল আইপিএফটি। সোমবার সকাল  ৬টা থেকে সন্ধ্যা 

৬টা পর্যন্ত বনধ পালনের আহবান করলেন দলের মুখপাত্র মঙ্গল দেববর্মা। শনিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, উপজাতি স্বার্থে দল বেশ কিছু দাবিতে গত ২ ডিসেম্বর 

দিল্লির যন্তরমন্তরে ধর্না বসেছিল। সিটিজেনসিপ এমেন্ডমেন্ট বিল ২০১৯ এর প্রতিবাদ সহ ককবরকের রোমান লিপি এবং রিয়াং উদবাস্তুদের স্থায়ী পুর্নবাসনও দাবি করছে

দল। এই বিষয়ে দলের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী, ডোনার মন্ত্রীর কাছেও স্মারকলিপি দিয়েছে দল। এবার বনধ ডাক দিল আইপিএফটি। তবে সমস্ত জরুরি 

পরিষেবা বনধের আওতার বাইরে রাখা হয়েছে।

আরো পড়ুন

Advertisement