LATEST UPDATE

ডাইরিয়ায় আক্রান্ত শিশু সহ ৮ জন

তেলিয়ামুড়া (নিজেস্ব প্রতিনিধি)  ৯ ডিসেম্বর (এ.এন.ই): প্রতিবছরই শুখা মরশুমের শুরুতেই মুঙ্গিয়াকামী ব্লকের অধিন বিলাই হাম পাহাড়ে দেখা দেয় জলবাহিত বিভিন্ন 

রোগ। এবছরও ঠিক একই রকম অবস্থায় রয়েছে ঐ এলাকা। এবারও জলবাহিত রোগ ডাইরিয়ায় আক্রান্ত হয়ে ঐ এলাকায় বেশ কিছু মানুষ। জানা গেছে, ডাইরিয়ার 

আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত ৮টি পরিবারের ৮জন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, আক্রান্তদের মধ্যে শিশু ও আছে। ডাইরিয়ার খবর পাওয়া 

মাত্র রবিবার রাতেই মহকুমা শাসকের কাছে আসা মাত্রই এসডিএম ও মুঙ্গিয়াকামী ব্লকের ভাইস চেয়ারম্যান ছুটে যান হাসপাতালে ডাইরিয়ায় আক্রান্তদের দেখতে বলে 

জানা গেছে। 

আরো পড়ুন

Advertisement