LATEST UPDATE

তেলিয়ামুরার মহকুমার ১০টি স্থানে আইপিএফটি বনধের সমর্থনে সড়ক অবরোধ

তেলিয়ামুড়া (নিজেস্ব প্রতিনিধি) ৯ ডিসেম্বর (এ.এন.ই): নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় সোমবার ১২ঘন্টা এডিসি বনধের ডাক দেয় আইপিএফটি। সকাল ৬টা থেকে এই বনধ শুরু হয়। 

তেলিয়ামুরার মহকুমার ১০টি স্থানে আইপিএফটি বনধের সমর্থনে সড়ক অবরোধে বসে। মুঙ্গিয়াকামী বাজারে আসাম-আগরতলা জাতীয় সড়কে সকাল ৬টা থেকে অবরোধে 

বসে আইপিএফটির কর্মী সমর্থকরা বলে জানা গেছে। এখানে নেতৃত্ব দেন আইপিএফটি তেলিয়ামুড়া ডিভিশনের সম্পাদক সুনীল দেববর্মা। সুনিল দেববর্মা জানান, তেলিয়ামুড়া 

মহকুমার কল্যানপুর, দুস্কি, হদ্রাই, তুইকর্মা, রাংখলপাড়া সহ ১০টি স্থানে অবরোধ চলছে। জানা গেছে, বনধে এডিসিতে ব্যাপক সাড়া পরেছে। জানা গেছে, এডিসি এলাকার 

সমস্ত দোকানপাঠ বন্ধ ছিল, স্কুল, অফিস বন্ধ ছিল। উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় এই বনধের ডাক দেয় আইপিএফটি বলে জানা গেছে।    


আরো পড়ুন

Advertisement