LATEST UPDATE

শান্তিরবাজার টিএফটিপিসি কর্মরত কর্মীদের ডেপুটেশন

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ১৯ নভেম্বর (এ.এন.ই): শান্তিরবাজার মহকুমার ত্রিপুরা ফরেস্ট ডেভলাপ্টমেন্ট এবং প্লেন্টশান অফিসের কর্মরত শ্রমিকরা ও এই অফিসের আওতায় 

বিভিন্ন রাবার বাগান গুলি বিভিন্ন সমস্যায় জর্জরিত। এই সকল সমস্যা থেকে নিরসনের লক্ষ্যে শান্তিরবাজার মহকুমার ১৪টি ইউনিটের পক্ষ থেকে অফিসে কর্মরত ডিভিশনাল ম্যানেজার 

হিরঞ্জয় রিয়াংএর হাতে এক দাবি সনদ তুলে দেওয়া হয়। এই দাবি সনদ গুলির মধ্যে প্রধান হলো মাসের সঠিক সময় শ্রমিকদের পারিশ্রমিক প্রদান, শীতকালে বাগানের শ্রমিকদের শীতবস্ত্র 

প্রদান সহ বাগানের বিভিন্ন উন্নয়ন সামগ্রী প্রদান করা। এই সকল দাবি সনদকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার সকালে এক ডেপুটেশন প্রদান করা হয়। শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয় তাদের 

দাবি গুলি মেনে না নেওয়া হলে আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।  

আরো পড়ুন

Advertisement