LATEST UPDATE

শুভসূচনা হল শান্তিরবাজার পূর্তদপ্তরের নতুন ভবন

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি)  ২০ ডিসেম্বর (এ.এন.ই): শুভ দ্বারোদঘাটন হল শান্তিরবাজার পূর্তদপ্তরের নতুনভবন। জানা গেছে, শুক্রবার ফলক উন্মোচনের মধ্যদিয়ে নতুন ভবনের শুভ উদ্ভোধন 

হয়। ভবনের উদ্বোধন করেন শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন বগাফা ব্লকে বিএসসির চেয়ারম্যান 

তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, দক্ষিণজেলার জেলা সহসভাপতি বিভীষণ দাস, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার দীপক চন্দ্র দাস ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে 

বক্তব্য রাখতে গিয়ে বক্তারা পূর্তদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা সকলের সামনে তুলে ধরেন। জানা গেছে, পূর্বে পুরানো ঘরের মধ্যে দপ্তরের কাজকর্ম করতে বিশেষ 

সমস্যার সন্মুখিন হতে হতো। কিন্তু এখন নতুন ভবন হওয়াতে সকলে উপকৃত হবে বলে আশাব্যাক্ত করেছেন অভিজ্ঞমহল। 


আরো পড়ুন

Advertisement