LATEST UPDATE

বাইক দুর্ঘটনায় আহত যুবক

তেলিয়ামুড়া (নিজেস্ব প্রতিনিধি)  ২১ ডিসেম্বর (এ.এন.ই): পথ দুর্ঘটনায় এক ব্যাক্তি গুরুতর ভাবে আহত। আহত ব্যাক্তির নাম সুদীপ ঘোষ (২২)। বাড়ি তেলিয়ামুড়ায় বাইশ ঘড়িয়া এলাকায়। 

ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর এলাকায় জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আনুমানিক ৬টা ৩০ মিনিট নাগাদ স্থানীয় তুইচিন্দ্রাই

এলাকা থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে টিআর০১৬৪০ নম্বরের বাইক নিয়ে আসছিলেন সুদীপ ঘোষ। বাইকটি পুলিনপুর এলাকায় আসতেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টিআর০১বি-৩২৫৮

নম্বরের ম্যাক্স গাড়ির পেছনে এসে ধাক্কা খায় এতে সঙ্গে বাইক চালক সুদীপ ঘোষ ছিটকে পরে যায়। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং

আহত যুবকটিকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক জানায় আহত যুবকের মাথায় এবং মুখে আঘাত বেশী লাগে। প্রাথমিক চিকিৎসার পর আহত যুবককে

আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয় বলে জানা গেছে। বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে আহত যুবক সুদীপ ঘোষের চিকিৎসা চলছে বলে জানা গেছে।  

আরো পড়ুন

Advertisement