LATEST UPDATE

সিএএ প্রত্যাহার এবং তিপ্রাল্যান্ডের দাবীতে সোমবার থেকে অনির্দিষ্টকালের গণঅবস্থানে বসলো আইপিএফটি

আগরতলা  ৬ ডিসেম্বর (এ.এন.ই): এনআরসি চালু, সিএএ প্রত্যাহার এবং তিপ্রাল্যান্ডের দাবীতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য গণঅবস্থানে বসলো আইপিএফটি। 

খুমুলুঙ'এ তাদের এই কর্মসূচী। সোমবার খুমলুঙের দুপুখালিহাটিতে গনবস্থানের সূচনা করেন আইপিএফটি সুপ্রিমো এন সি দেববর্মা। জানা গেছে, তিপ্রা ল্যান্ডের দাবিতে

সোমবার আই পি এফ টি সকাল  ১০ টা থেকে খুমলুঙ্গ ডুকমালি হাটিতে  অনির্দিষ্টকালের জন্য গন অবস্থানে বসছে দল। 
আরো পড়ুন

Advertisement