LATEST UPDATE

সি এ এ বিরোধী আন্দোলনে গ্রেফতার আগরতলায়

আগরতলা  ৭ ডিসেম্বর (এ.এন.ই): সি এ এ বিরোধিতায় আন্দোলনকারীদের গ্রেফতার করল পুলিশ। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় আগরতলায় মিছিল করার 

কর্মসূচির ডাক দিয়েছিল জয়েন্ট এক্সন মোবমেন্ট এগেইনস্ট (জেমকা)। বেলা ১২ টায় আগরতলা রবীন্দ্র ভবন চৌমুহনী থেকে মিছিল শুরু হওয়ার কথা। এর আগে 

থেকেই বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী এলাকা ঘিরে নেয়। শতাধিক আন্দোলনকারীরা জোড়ো হলেও তাদের মিছিল বের করতে দেওয়া হয় নি। জেমকার শীর্ষ নেতারা

সি এ এ বিরোধিত ব্যাক্ষা করে বিভিন্ন বক্তব্য রাখেন। অন্য আন্দোলনকারীরা আইনের বিরুদ্ধে কিছুক্ষণ বাংলা ককবরক হিন্দি ইংরেজিতে স্লোগান দেওয়ার সুযোগ দিয়ে

পুলিশ এদের গ্রেফতার করে নেয়। মঙ্গলবার জেমকা আন্দোলনে উপস্থিত ছিলেন অনিমেষ দেববর্মা, এন্টনি দেববর্মা, চিত্ত দেববর্মা প্রমুখ। পুলিশের পক্ষে গ্রেফতারির, 

সঠিক কোন কারণ জানায় নি। জেলা প্রশাসনের পক্ষে এই জমায়েতকে  অবৈধ বলে ঘোষণা দিয়েই গ্রেফতার করা হয়। মিছিলের অনুমতি ছিল কি না, কিছুই জানাননি পুলিশ। 


আরো পড়ুন

Advertisement