LATEST UPDATE

 কমলপুর মানিকভান্ডার মোটরস্ট্যান্ডে বাস চালকের আকস্মিক মৃত্যু

আগরতলা  ৭ ডিসেম্বর (এ.এন.ই): কমলপুর মানিকভান্ডার মোটরস্ট্যান্ডে এক বাস চালকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, মঙ্গলবার

শম্ভু ভূষণ দেব নামে এক বাস চালক আগরতলা থেকে যাত্রী নিয়ে কমলপুর মানিকভান্ডারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কমলপুর মানিকভান্ডার মোটরস্ট্যান্ড পৌছবার পর 

হটাৎ করে গাড়ির চালক শম্ভু ভূষণ দেবের শারীরিক অসুস্থতা দেখা দেয়। চেয়ারে বসার সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া 

হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা দেয় চিকিৎসক। এই ঘটনায় কমলপুর মানিকভান্ডার মোটরস্ট্যান্ডে শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে।     


আরো পড়ুন

Advertisement