LATEST UPDATE

অটো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৪, আহত ৭

আগরতলা  ১৪ ডিসেম্বর (এ.এন.ই): পৌষ সংক্রান্তির আগের দিন ভয়াবহ যান দুর্ঘটনা। জানা গেছে, দুর্ঘটনায় ২টি শিশু সহ ৪ জনের মৃত্যু হয়। আহত হয় 

৭জন। ঘটনার বিবরণে জানা গেছে, অটো ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গেছে, পৌষ সংক্রান্তির বাজার সেরে অটোটি সোনাখিরা থেকে সেপেনজুরি

বাগানের দিকে যাচ্ছিল। পিপলাগোল বাগান এলাকায় যেতেই অপরদিক থেকে একটি পিকআপ ভ্যান আসছিল এবং অটোটি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু 

হয় ২শিশু সহ ৪ জনের এবং আহত হয় ৭ জনের। জানা গেছে, আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকেরা খবর দেয় পুলিশকে। খবর 

পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দূর্ঘটনাগ্রস্থ অটোকে উদ্ধার করে। এদিকে উত্তেজিত জনতা পিকআপ ভ্যানটিকে আগুন লাগিয়ে দেয়।   


আরো পড়ুন

Advertisement