LATEST UPDATE

নির্ভয়া কাণ্ডে বিনয় শর্মা এবং মুকেশ সিং রায় সংশোধনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

দিল্লি  ১৪ ডিসেম্বর (এ.এন.ই): নির্ভয়া কাণ্ডে দোষীদের রায় সংশোধনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। জানা গেছে, চার দোষীর মধ্যে বিনয় শর্মা এবং মুকেশ সিং রায় 

সংশোধনের জন্য আপিল করেছিল। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। জানা গেছে, অপর দুই দোষী পবন গুপ্ত ও অক্ষয় কুমার সিংও আদালতের 

কাছে রায় সংশোধনের জন্য আর্জি করতে পারে। উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট চার দোষী মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্ত এবং অক্ষয় ঠাকুরের 

বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে। আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় তাদের ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সব রকমের প্রক্রিয়াও শুরু করে দিয়েছে জেল 

কর্তৃপক্ষ। ফাঁসির দড়ি প্রস্তুতের কাজ শুরু হয়েছে। 


আরো পড়ুন

Advertisement