LATEST UPDATE

প্রয়াত একনিস্ট ক্রিকেট প্রেমী চারুলতা প্যাটেল

১৬ ডিসেম্বর (এ.এন.ই): চলে গেলেন একনিস্ট ক্রিকেট প্রেমী চারুলতা প্যাটেল (৮৭)। বৃহস্পতিবার ৮৭ বছরের তিমি মারা যান। তার প্রয়ানে আজ ক্রিকেট জগৎতের 

খেলোয়াড়দের মন খারাপ। চারুলতাদেবীর ক্রীড়াপ্রেম সত্যিই তুলনাহীন। প্রয়াত বিশ্বকাপের সেই সুপারফ্যান চারুলতা প্যাটেল । বিসিসিআই ও শ্রদ্ধা জানালেন সেই 

সুপারফ্যানকে। উল্লেখ্য ২০১৯ বিশ্বকাপে এজবাস্টনের গ্যালারিতে ভারত-বাংলাদেশ ম্যাচে ৮৭ বছর বয়সী চারুলতা প্যাটেল ছিলেন মধ্যমণি। ক্রিকেটের প্রতি তাঁর 

ভালবাসা, উত্সাহ দেখে টিম ইন্ডিয়ার প্রতিটি সদস্য অবাক। ১৯৮৩ সালে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের সময়ও লর্ডসের গ্যালারিতে ছিলেন চারুলতা। 


আরো পড়ুন

Advertisement