LATEST UPDATE

বিজেপির সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন জে পি নাড্ডা, সূত্রের খবর

দিল্লি  ২০ ডিসেম্বর (এ.এন.ই): এখন শুধু সময়ের অপেক্ষা। আজই ঘোষনা হতে চলেছে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম এমনই আভাষ পাওয়া গেছে দলের 

পক্ষ থেকে। খবরের সূত্রে জানা গেছে, বিজেপি দলের নতুন সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন জে পি নাড্ডা। জানা গেছে, নরেন্দ্র মোদীর প্রথম পছন্দ  জে পি নাড্ডা। 

জানা গেছে, সর্বভারতীয় সভাপতির পদ পেতে চলেছেন জে পি নাড্ডা। সোমবারই ।বিজেপি দলের নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষনা করা হবে। উল্লেখ্য  সর্বভারতীয় 

সভাপতি হিসেবে অমিত শাহ-এর মেয়াদ শেষ হয়েছিল গত বছরের জানুয়ারিতেই। 

আরো পড়ুন

Advertisement