LATEST UPDATE

শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড হাপানিয়াস্থিত টিএমসিতে

আগরতলা ২১ ডিসেম্বর (এ.এন.ই): শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড হাপানিয়াস্থিত টিএমসিতে। মৃত্যু হওয়া শিশুর নাম শুভেন্দু সাহা (৮)। বাড়ি সিদ্ধি আশ্রম। 

শিশুর পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার জন্যই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। সেখানে গিয়ে পুলিশ ময়না তদন্তের জন্য শিশুর মৃতদেহ পাঠিয়ে দেয়।

জানা গেছে, শিশুর মৃত্যুকে কেন্দ্র হাসপাতালের কর্তৃপক্ষের সাথে তুমুল বাকবিতণ্ডা হয় মৃত শিশুর পরিবারের লোকজনদের সাথে। তাদের দাবী ভুল চিকিৎসা করে ডাক্তারা এর ফলে 

শিশুটির মৃত্যু হয়। পরিস্থিতি সামাল দিতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জানা গেছে, ঘটনার তদন্ত করবে পুলিশ। 

আরো পড়ুন

Advertisement