LATEST UPDATE

অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে কলা কাণ্ড ঘিরে শোরগোল

২১ ডিসেম্বর (এ.এন.ই): অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে কলা কাণ্ড ঘিরে শোরগোল হল। অস্ট্রেলিয়ান ওপেনে এক বল গার্লকে ডেকে কলা ছাড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই

এই শোরগোল হয়। জানা গেছে, অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে উইকএন্ডে পুরুষদের সিঙ্গলসে বিশ্বের ২২৯ নম্বর ফরাসি টেনিস খেলোয়াড় এলিয়ট বেঞ্চট্রিত ও দিমিত্রি পপকোর 

মধ্যে খেলা চলছিল। বিরতির সময় বিশ্বের ২২৯ নম্বর ফরাসি টেনিস খেলোয়াড় এলিয়ট বেঞ্চট্রিত এক বল গার্লকে ডেকে তার খাবারের একটি কলা ছাড়িয়ে দিতে বলেন। এলিয়ট 

এর এই কথাটি শুনতে পান চেয়ার আম্পায়ার জন ব্লুম। সঙ্গে সঙ্গে তিনি এলিয়টকে উদ্দেশ্য করে বলেন কলার খোসা যেন তিনি নিজেই ছাড়িয়ে নেন। এরপর আর কোন বিতর্কে 

না গিয়ে এলিয়ট খোলার নিজেই ছাড়িয়ে নেন বলে জানা গেছে। 


আরো পড়ুন

Advertisement