LATEST UPDATE

কিপিং করতে রাহুলকে আরো কিছুটা সময় দিতে চান ইঙ্গিত বিরাটের

২১ ডিসেম্বর (এ.এন.ই): কেএল রাহুলকে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে আরও কয়েকদিন দেখে নিতে চান ভারত অধিনায়ক বিরাট কোহলিও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে এমনই ইঙ্গিত

দিলেন ক্যাপ্টেন কোহলির। ব্য়াট হাতে এবং গ্লাভস হাতে উইকেটের সামনে এবং পিছনে সমান স্বচ্ছন্দ কেএল রাহুল। পাশাপাশি দলের প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাটিং

করতে পারেন রাহুল।  ভারত অধিনায়ক বিরাট কোহলি এপ্রসঙ্গে বলেন,"আমরা ভালো খেলছি। একই দল নিয়ে আমরা পর পর দুটো ম্যাচে জিতেছি। এটা দলের জন্যও বালো। "

বিরাট কোহলি আরও বলেন, "রাহুল কিপিং করায় আমরা একজন স্পেশালিস্ট একস্ট্রা ব্যাটসম্যান খেলাতে পারছি। 


আরো পড়ুন

Advertisement