LATEST UPDATE

গেট খোলা নিয়ে কমলাসাগর সীমান্তে উত্তেজনা

আগরতলা ৩০ জানুয়ারি (এ.এন.ই): কমলাসাগর সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় গেট খোলা নিয়ে অশান্তি চরম সীমায় পৌঁছে গেছে। জানা গেছে, সীমান্তে গেট খোলা নিয়ে বুধবার বিএসএফ জওয়ান ও সাধারণ মানুষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। জানা গেছে, একটা সময়ে তর্ক বিতর্ক চরম সীমায় পৌঁছয়। সীমান্তে বসবাসকারীরা বিএসএফ জওয়ানদের দ্বারা নিগৃহীত হয়েছে। এরফলে কামথানা, কৈয়াঢেপা, রায়েরমুড়া, মতিনগর এলাকায় উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবারও এলাকা গুলিতে উত্তেজনা বজায় ছিল তবে একটা সময়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। এদিকে জনগণের অভিমত বিএসএফ জওয়ানরা তারা তাদের মর্জিমাফিক গেইট খুলছে আবার বন্ধ করছে। অথচ গেট খোলার এবং বন্ধ করার একটা সময় আছে। তাদের মতে একাংশ আধিকারিকদের খাম খেয়ালিপনার কারণে এবং তাদের কঠোর ভূমিকায় জওয়ানদের সঙ্গে সীমান্ত এলাকায় বসবাসকারীদের দূরত্ব তৈরি হচ্ছে। প্রতিনিয়ত ঝামেলা লেগেই আছে।

আরো পড়ুন

Advertisement