LATEST UPDATE

নির্ভয়া কান্ডে দোষী সাবস্ত বিনয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করলো রাষ্ট্রপতি

দিল্লি ১ ফেব্রুয়ারি (এ.এন.ই): নির্ভয়া কান্ডে দোষী সাবস্ত বিনয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি। স্পস্ট ভাষায় রাস্ট্রপতি সাফ জানিয়ে দেয় এমন জঘন্য অপরাধের কোনও ক্ষমা নেই। 

তাই দোষীদের ফাঁসি হবেই। এদিকে নির্ভয়ার বাকি দুই দোষী পবন গুপ্তা ও অক্ষয় সিংয়ের প্রাণভিক্ষার আবেদনও খারিজ হয়েছিল। তবে ফাঁসি কবে, তা এখনও ঠিক হয়নি। 

উল্লেখ্য ২০১৬ সালে দিল্লিতে নির্ভয়ার উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল ছজন। তার মধ্যে একজন দোষী নাবালক ছিল বলে তিন বছর হোমে কাটিয়ে ছাড়া পেয়েছে। 

আরেক দোষী রাম সিং জেলে আত্মহত্যা করেছে।

আরো পড়ুন

Advertisement