LATEST UPDATE

ব্রিজে আটকে গেল ট্রাক, তীব্র যানজট আমবাসায়

আগরতলা ৪ ফেব্রুয়ারি (এ এন ই)ঃ আমবাসা ধলাই নদীর ব্রিজের উপর তীব্র যানজট। জানা গেছে, ব্রিজের উপর উঠতে গিয়ে লগ বোঝাই একটি লরির এক্সেল ভেঙে আটকে যায়। এর ফলে দুই দিক থেকে আটকে পড়ে প্রচুর যানবাহন। জানা গেছে, মঙ্গলবার দুপুরে আমবাসা ধলাই নদীর উপর ব্রিজ দিয়ে কাঠের লগ ভর্তি একটি লড়ি যাওয়ার সময় আচমকা লড়িটি আটকে যায়। যানা যায় লড়িটির এক্সেল ভেঙে যায়। অনেক চেষ্টা করার উপর লড়িটিকে সরাতে সক্ষম হয় লড়িটির চালক। জানা গেছে, লড়িটি আটকে যাওয়ার ফলে ব্রিজের উভয় দিকে প্রচুর যানবাহন আটকে পরে। এরফলে বিশাল যানযটের সৃষ্টি হয়। বর্তমানে এলাকায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।      

আরো পড়ুন

Advertisement