LATEST UPDATE

গাড়ির ভিতরে মসজিদ

টোকিও ৬ ফেব্রুয়ারি (এ.এন.ই): গাড়ির ভিতরে মসজিদ। কথাটা শুনতে অবাক লাগলেও কিন্তু বাস্তবে তাই হতে চলেছে টোকিওতে। আগামী ২৪ জুলাই থেকে ৯ অগাস্ট

পর্যন্ত টোকিওতে চলবে অলিম্পিক গেমস। আর এই গেমসে হাজার হাজার মুসলিম খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ হাজির হবেন। থাকবেন হাজার হাজার মুসলিম খেলোয়াড়

সাপোর্ট স্টাফ। তাদের মধ্যে অনেকেই দিনে একাধিকবার নমাজ পড়েন। কিন্তু গেমস চলাকালীন তো তাঁদের পক্ষে মসজিদে যাওয়া সম্ভব হবে না। তা হলে তাঁরা নমাজ

পড়বেন কোথায়! এই সমস্যার সমাধানের লক্ষ্যে উদ্যোগতারা এক অভিনব উদ্যোগ নিয়েছেন। জানা গেছে, অলিম্পিক আয়োজকরা এবার ভ্রাম্যমান মসজিদ তৈরি করেছেন। 

অর্থাত্ গাড়ির ভিতর থাকবে আস্ত মসজিদ। সেখানে নমাজ পড়তে পারবেন মুসলিম খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। থাকবে প্রার্থনা হলও। তাছারা গাড়িটির বাইরের অংশে 

জলের কল লাগানো থাকবে। নমাজ পড়তে ঢোকার আগে মুসলিম সম্প্রদায়ের খেলোয়াড়রা হাত-পা ধুতে পারবেন।


আরো পড়ুন

Advertisement