LATEST UPDATE

বাইক-অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

আগরতলা  ১৩ ফেব্রুয়ারি (এ.এন.ই): বাইক-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত হয় দুই জন। ঘটনাটি ঘটে কুমারঘাট-ফটিকরায় সড়কের নিদেবী এলাকায় ইটভাট্টার সামনে।

জানা গেছে, বাইক এবং অটোর গতিবেগ অনেকটাই বেশী ছিল বলে জানা গেছে। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌছয় এবং অটো এবং বাইক দুটিকেই তুলে নিয়ে যায় এবং নিহত 

দুইজনই ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কুমারঘাট-ফটিকরায় সড়কের নিদেবী এলাকায় ইটভাট্টার সামনে বাইক ও অটোর মুখোমুখি

সংঘর্ষ হয় এতে বাইক-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত হয় উভয় যানবাহনের চালক। জানা গেছে, নিহত অটো চালকের নাম মহেন্দ্র দাস। আর বাইক চালকের পরিচয় জানা যায়নি। 

  

আরো পড়ুন

Advertisement