LATEST UPDATE

জাল ভিসা ও পাসপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত ১২৯ ভারতীয় নাগরিক আটক

মার্কিন যুক্তরাষ্ট্র ২ ফেব্রুয়ারি (এ.এন.ই): জাল ভিসা ও পাসপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে ১২৯ ভারতীয় নাগরিককে আটক করেছে যুক্তরাষ্ট্র। রীতিমতো ফাঁদ পেতে তাদের আটক করে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। সংস্থাটি জানিয়েছে, একদল ভারতীয় এই অবৈধ চক্র চালাতেন। তারা ছাত্র পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, অ্যাটলান্টা, হোস্টন, মিশিগান, ক্যালিফোর্নিয়া, লোসিনিয়া, নর্থ ক্যারোলিনা এবং স্টেট লুইস রাজ্য থেকে এই ১২৯ জনকে আটক করা হয়। প্রায় ৬০০ ছাত্রছাত্রী চক্রের শিকার হয়েছিলেন। অভিযুক্তদের ধরতেই ভুয়া বিশ্ববিদ্যালয় খুলতে হয়েছে হোমল্যান্ড নিরাপত্তা তদন্তকারী সংস্থাকে।

আরো পড়ুন

Advertisement