LATEST UPDATE

বাগমায় সিপিআইএম বিধায়ক এবং নেতাকর্মীদের উপর হামলা

আগরতলা ১১ ফেব্রুয়ারি (এ.এন.ই): বাগমায় সিপিআইএম বিধায়ক এবং নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে সোমবার সকালে বাগমায় সিপিএইএম বিধায়ক এবং নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সিপিআইএমের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। বাগমায় আক্রান্ত সিপিআইএম বিধায়ক রতন ভৌমিক সহ বেশকয়েকজন নেতৃবৃন্দ জানিয়েছে, তাদের উপর একদল 'দুষ্কৃতিকারী হামলা করেছে। দলিয় কাজে তারা যখন নিমগ্ন ছিলেন তখন অর্তিকিত ভাবে একদল দুষ্কৃতিকারী তাদের উপর হামলা করে।  তাদের কে শারীরিকভাবে লাঞ্ছিত করে। দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় বিধায়ক সহ কর্মীবৃন্দদের অল্প বিস্তর আঘাত লাগে জানা গেছে। এদিকে পুলিশ সিপিআইএম বিধায়ক এবং নেতাকর্মীদের উপর হামলার ঘটনার অভিযোগ লিপিবদ্ধ করেন। জানা গেছে, এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে পুলিশের তৎপরতায় উত্তেজনা বেশিদূর এগুতে পারেনি। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িতদের অতিসত্বর খুঁজে বের করা হবে। 

আরো পড়ুন

Advertisement