LATEST UPDATE

বন্ধ হয়ে গেল রূপসী সিনেমা হল

আগরতলা ১৪ ফেব্রুয়ারি (এ.এন.ই): বন্ধ হয়ে গেল আগরতলা রূপসী সিনেমা হল। জানা গেছে, বুধবার রাতে আগরতলার রূপসী মাল্টিপ্লেক্সে হানা দেয় মহকুমা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি দল। তারা এদিন রাতে আগরতলার রূপসী মাল্টিপ্লেক্সে হানা দিয়ে মেশিনপত্র, মালামাল সহ বেশ কিছু জিনিষ বাজেয়াপ্ত করেছে। বন্ধ করে দিয়েছে মাল্টিপ্লেক্সের চারটি সিনেমা হল। জানা গেছে, দমকল বিধি না মানার কারণেই রূপসী সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়। এদিকে মাল্টিপ্লেক্সের ম্যানেজার জানিয়েছেন, তাদের হল বন্ধ করে দেওয়ার পেছনে ;গভীর [ষড়যন্ত্র আছে। তিনি জানান, তারা সরকারের কাছে অনেক আগেই লাইসেন্স নবীকরণের জন্য আবেদন করেছিলেন। এমনকি দমকল ও পুর নিগমের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। এরপরও তাদের মাল্টিপ্লেক্সকে 'বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে জেলা শাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, 'মাল্টিপ্লেক্সের ২০১৭ সালে ১৮ 'জুলাই রূপসী   সিনেমা হলের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়। তাছাড়া সিনেমা হলের কর্তৃপক্ষ বার বার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা দমকল বিধি আইন  মানে নি যার দরুন সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় জেলা শাসকে। তিনি আরও জানান, আচমকা কোনও দুর্ঘটনা ঘটে গেলে হলের ভিতর থেকে দর্শকদের দ্রুত নিরাপদে বের হওয়ার পথ নিয়েও বড় ধরনের সমস্যা রয়েছে। বারবার বলা সত্ত্বেও হল কর্তৃপক্ষ এতে কোন কর্ণপাত 'করেনি। জানা গেছে, পরবর্তী কোন 'নোটিশ না আশা পর্যন্ত রূপসী  সিনেমা হল বন্ধ থাকবে।  

আরো পড়ুন

Advertisement