LATEST UPDATE

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির

আগরতলা ১৬ ফেব্রুয়ারি (এ.এন.ই): বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনা কলসিরমুখ এলাকায়। জানা গেছে, শনিবার সকালে নদীতে বাঁশ সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎতের ছোবলে মৃত্যু হয় এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম হল দুননজয় ত্রিপুরা। ঘটনাটি ঘটে শান্তির বাজারের কলসী এলাকায়। নদীতে দুননজয় ত্রিপুরার দেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা খবর দেয় পুলিশকে। খবর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুননের মৃতদেহ নদী থেকে তুলে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ জানিয়েছে অসাবধানতার বসেই দুননের মৃত্যু হয়। এদিকে দুননের মৃত্যুর খবর 'তার 'পরিবারে পৌছতেই কান্নায় ভেঙে পরে পরিবারের লোকেরা। 

আরো পড়ুন

Advertisement