LATEST UPDATE

নিজের জন্মদিনের জমানো পুরো টাকাটাই সৈনিক কল্যাণ তহবিলে দিয়ে দিল ১১ বছরের মেয়ে

১৭ ফেব্রুয়ারি (এ.এন.ই): নিজের জন্মদিনের জন্য তিল তিল করে জমানো পুরো টাকাটাই সৈনিক কল্যাণ তহবিলে দিয়ে দিল ছোট্ট মুসকান। মৃত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়িয়ে এমনই দৃষ্টান্ত স্থাপন করল ভোপালের দূর্গানগরের ছোট্ট মেয়ে। এই প্রচেষ্টায় মুসকানের পাশে দাঁড়িয়েছে তার বন্ধুরাও।মুসকানের নিজের জমানো ৬৮০ টাকার পাশাপাশি তার হাতে সবাই মিলে তুলে দিয়েছে ১১০০ টাকা । শুক্রবার জেলা সৈনিক কল্যাণ দফতরে গিয়ে সেই টাকা মুসকান তুলে দেয় অফিস সুপারিনটেনডেন্টের হাতে। 

আরো পড়ুন

Advertisement